পাকচং ঘাস উঁচু জমিতে চাষ করতে হবে যেখানে বৃষ্টি বা সেচের পানি না জমে। জমিতে ভালোভাবে দুইটি চাষ ও দুইটি মই দিতে হবে। প্রতি একর পাকচং ঘাস চাষের জন্য ১৫ মেট্রিকটন গোবর, ৫০ কেজি টিএসপি, ২৫ কেজি এমওপি, রোপনের ২১ দিন পর ৫০ কেজি ও ৪৫ দিন পর পাঁচ কেজি ইউরিয়া সার দিতে হবে। লাল পাকচং এক প্রকার স্থায়ী ঘাস।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস