Title
Notice of compensation to farmers
Details
জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেল্থ সার্ভিস জোরদারকরণ প্রকল্প এর আওতায় বাংলাদেশের ২০১ টি উপজেলায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে ক্ষতিপূরন প্রদান করা হচ্ছে। বিশেষ করে যে সমস্ত খামারীর গরু বা মহিষ জুনোটিক রোগ জলাতংক , এ্যানথ্রাক্স এ আক্রান্ত হয়ে মারা যাবে, যে সমস্ত খামারীরর গরু ব্রুসেলোসিস, টিউবারকুলোসিস(টিবি) দ্বারা আক্রান্ত প্রমানিত হবে সে সমস্ত খামারী এ ক্ষতিপূরনের আওতায় আসবে।