Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Collect Poultry Vaccines at Official Prices. Keep your poultry healthy.
Details

টিকা বা ভ্যাকসিন রোগ প্রতিরোধের একটি উপায়। টিকার মাধ্যমে দেহে রোগ প্রতিষেধক বীজ প্রয়োগ করা হয়। এই বীজ সুনির্দিষ্ট রোগের নিষ্ক্রিয় জীবাণু, যা দেহে প্রবেশ করে বিশেষ উপায়ে সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এ প্রক্রিয়ায় কৃত্রিম উপায়ে শরীরে প্রত্যক্ষ রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকেই টিকাদান বা ভ্যাকসিনেশন বলে।
কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত যে রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় ঐ রোগের জীবাণু দিয়েই টিকা তৈরি করা হয়। তবে জীবাণুগুলো বিভিন্ন প্রক্রিয়ায় নিস্তেজ করা, মারা বা কিছুটা দুর্বল করা হয়। এরূপ হলে তাদের আর রোগ সৃষ্টি করার কোনো প্রকার ক্ষমতা থাকে না। টিকা তৈরি হতে পারে জীবিত জীবাণু দিয়ে, হতে পারে মৃত বা নিষ্ক্রিয় জীবাণু দিয়ে অথবা জীবাণুর এন্টিজেন অংশ দিয়ে।
“প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম”। অর্থাৎ, রোগের চিকিৎসা করার চেয়ে প্রতিরোধ করাই উত্তম। চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির ফলে অধিকাংশ প্রাণঘাতী সংক্রামক রোগের কার্যকরী প্রতিষেধক টিকা আবিষ্কৃত হয়েছে। তাই খামারে গবাদিপশু এবং পোল্ট্রিকে রোগব্যাধির হাত থেকে রক্ষা করার জন্য টিকার মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে ঘাতক ব্যাধি থেকে মুক্ত রাখা হয়, যা আধুনিক খামার ব্যবস্থাপনার অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত।

Publish Date
25/09/2024
Archieve Date
31/01/2025